কারা ওয়াইজ একাউন্ট খুলতে পারবে?

ফ্রিল্যান্সর, প্রবাশী কিংবা যে কেউ বিদেশের টাকা বাংলাদেশে আনার জন্য ওয়াইজ একাউন্ট খুলতে পারবেন। ওয়াইজের মাধ্যমে আপনি ৮ টি দেশের ব্যাংক একাউন্ট খুতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনার ক্লায়েন্ট আপনাকে লোকাল কারেন্সিতে পেমেন্ট করতে পারবে, ফান্ড রিসেভে কোন ফি নেই।

আপনি আপনার বাবা বা ভাইয়ের নামেও একাউন্ট করতে পারেন যদি তার পাসপোর্ট বা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড থাকে। যেহেতু ভেরিফিকেশনের জন্য এগুলো প্রয়োজন। আপনি যেকোন নামের একাউন্ট থেকে আপনার পারসোনাল ব্যাংক একাউন্ট বা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। প্রতি ট্রান্সফারে ২% সরকারি প্রণোদনা তো থাকছেই।

সতর্কতা: অর্থনৈতিক একাউন্ট খোলার সময় কোন তথ্য যেন ভুল না হয়। এনআইডি এর সাথে মিল রেখে একাউন্ট খুলবেন।

প্রথমেই এই লিংকে https://wise.com গিয়ে রেজিস্টার করে নিন। আপনি ব্যক্তিগত একাউন্ট খুলবেন, কারণ বাংলাদেশে থেকে বিজনেস একাউন্ট সাপোর্ট করে না। ফোন নাম্বারে ওটিপি আসবে সেটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট।

পরবর্তী স্টেপস সমূহ