আপনি ওয়াইজ থেকে বাংলাদেশে শুধু মাত্র BDT উইথড্র দিতে পারবেন। ডলারে ট্রান্সফার করতে পারবেন না।
ওয়াইজ থেকে এক সাথে কত টাকা রিসিভ / উইথড্র করা যায়?
আপনার নিজের নামের ওয়াইজ থেকে বাংলাদেশে নিজের নামে যে কোন এমাউন্ট ট্রান্সফার করা যায় তবে আমি সাজেস্ট করি এক সাথে ২ লাখেরে বেশি না পাঠানোই নিরাপদ। মাসে অনেক বেশি ফান্ড ট্রান্সফার করলেও কিছুটা ঝুঁকি থাকে। এটা পারসোনাল লেন দেন যেন এমন মনে হয়। বিজনেস পারপাস হলে অনেক বড় এমাউন্ট আর বেশি বেশি লেনদেন হলে ওয়াইজ একাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স থাকে।
বাংলাদেশে একসাথে কত টাকা পঠানো যাবে?
বিকাশে এক দিনে ১,২২,৫০০ টাকা এবং মাসে ৪,৫০,০০০ টাকা পাঠানো যাবে।
ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে প্রতি ট্রানজেকশনে ১,৫০,০০০ টাকা বা তার কম পাঠানো নিরাপদ। তা নাহলে ব্যাংক টাকা হোল্ড করে দিতে পারে। পরে ব্যাংকে গিয়ে টাকার উৎস বা কি পারপাস আসছে এসব বিষয়ে কিছু পেপার ওয়ার্ক করে ফান্ড রিলিজ করা লাগতে পারে ( তথ্যসুত্র )। যদিও ব্যাংক ট্রান্সফারে মান্থলি কোন লিমিট নাই তবে অনেক বেশি লেনদেন হলে একাউন্ট ব্যান হওয়ার ও সম্ভাবনা আছে যেহেতু আপনি পারসোনাল একাউন্ট ব্যবহার করেন এবং বাংলাদেশে ওয়াইজ বিজনেস একাউন্ট সাপোর্ট করে না।
ওয়াইজ থেকে বাংলাদেশে সেন্ড/উইথড্র ফি/চার্জ
ওয়াইজ বাংলাদেশের যে কোন ব্যাংক কিংবা বিকাশে ফান্ড BDT ট্রান্সফার করতে পারবেন। তবে আপনি বাংলাদেশে USD সেন্ড করতে পরবে না। আপনার যে কারেন্সিই থাকুন আপনি সেন্ড করার সময় BDT কারেন্সিতে সেন্ড করবেন।
এখন আসুন ওয়াইজ ফি কেমন কাটে?
ওয়াইজ ১% ফি কাটে। যেমন ১০০০ ডলারের জন্য ১০ ডলার, এখন আপনি যদি তুলনা করেন পেওনিয়ারের সাথে তাহলে জেনে রাখুন পেওনিয়ার ২% চার্জ করে উইথড্র করার জন্য।
জেনে রাখা ভালো ওয়াজের মিনিমাম ফি ১.৫ ডলার। তার মানে আপনি ১৫০ ডলারের কম সেন্ড করলেও আপনাকে ১.৫ ডলার ফি দিতে হবে। তবে কথা হচ্ছে ওয়াইজের মাধ্যমে যে কোন এমাউন্টে আপনি ২% বোনাস পাবেন বাংলাদেশ সরকার থেকে।