কেন ব্যাংক একাউন্ট নিতে হবে? এবং ব্যাংক একাউন্টের সুবিধাগুলো কি? কি?

আপওয়ার্ক সহ যে কোন মার্কেটপ্লেস যারা ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা পে করে সেসকল মার্কেটপ্লেস এবং সকল ক্লায়েন্ট থেকে টাকা রিসিভ করতে পারবেন।

ওয়াইজ থেকে পাওয়া ব্যাংক একাউন্টের প্রধান ২টা সুবিধা হচ্ছে আপনার ব্যাংকে পার্সোনাল এবং বিজনেস ২ ধরনের একাউন্ট থেকেই টাকা পাঠাতে পারবে। যেখানে পেওনিয়ারে শুধুমাত্র বিজনেস একাউন্ট থেকে টাকা রিসিভ করা যায়। অন্য বড় সুবিধাটি হচ্ছে টাকা রিসিভে কোন চার্জ নেই, কিন্তু পেওনিয়ার ১% ফি কেটে নেয়।

৮ টি দেশের ব্যাংক একাউন্ট কিভাবে পাবো?

একাউন্ট পাওয়া খুবই সহজ

একাউন্ট খোালার পর অনেকে ব্যাংকের নাম এবং ঠিকানা খুজে পান না, নিচের ইমেজে দেখানো আইকনটিতে ক্লিক করলে ব্যাংক এর নাম এবং ঠিকানা পাবেন।

কেনাডিয়ান ব্যাংক একাাউন্ট এর বৈশিষ্ট

কেনাডিয়ান ব্যাংক একাউন্টে শুধু মাত্র কেনাডা থেকে পাঠাতে পারেবে EFT বা ইলেক্টনিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে। ওয়াইর ট্রান্সফার করলে সেটা রিফান্ড যাবে।