ওয়াইজ একাউন্ট ভেরিফাই করার পর আপনি যে ব্যাক একাউন্ট গুলা পাবেন সেগুলো ব্যবহার করে যে কোন ক্লায়েন্ট কিংবা মার্কেটপ্লেস থেকে সরা সরি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন।

ওয়াইজ থেকে পাওয়া ব্যাংক একাউন্টের প্রধান ২টা সুবিধা হচ্ছে আপনার ব্যাংকে পার্সোনাল এবং বিজনেস ২ ধরনের একাউন্ট থেকেই টাকা পাঠাতে পারবে। যেখানে পেওনিয়ারে শুধুমাত্র বিজনেস একাউন্ট থেকে টাকা রিসিভ করা যায়। অন্য বড় সুবিধাটি হচ্ছে টাকা রিসিভে কোন চার্জ নেই, কিন্তু পেওনিয়ার ১% ফি কেটে নেয়।

আপনি যিদি একাউন্ট ভেরিফাই না করিয়ে থাকেন তাহলে এই পোস্টে বিস্তারিত গাইডলাইন পাবেন।

নিচের ভিডিওতে আপওয়ার্ক থেকে এড করার নিয়ম দেখানো হয়েছে। আপনি সেম তথ্যগুলোই যেকোন মার্কেটপ্লেস কিংবা ক্লায়েন্টকে দিবেন।

আরটিকেল সমূহ