এই আর্টিকেলে আমি Wise এর কমন কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। পুরোটা পড়ুন অথবা আপনি যে বিষয়ে জানতে আগ্রহী সেই বিষয়ে পড়তে নিচের লিংকে ক্লিক করুন।

২০১২ থেকে ফ্রিল্যান্সিং করছি, শুরু থেকে গত ২০২০ এর শিষ দিক পর্যন্ত পেওনিয়ারের মাধ্যমেই সকল লেনদেন করেছি। যদিও আপওয়ার্ক ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার চালু করার কিছুদিন পর কয়েকবার সেটা ব্যবহার করেছি। যখন দেখলাম তারা পেওনিয়ার থেকে প্রায় ২ টাকা কম দিচ্ছে প্রতি ডলারে তখন সেটা আর ব্যবহার করি না।

তবে বর্তমানে আমি আমার ৯০-৯৫ ভাগ লেনদেন ওয়াইজের মাধ্যমে করে থাকি। শুধু মাত্র ফাইভার এবং দুই একজন ক্লায়েন্ট বাদে সবার পেমেন্ট ট্রান্সফারওয়াইজের মাধ্যমে নিয়ে থাকি।

ওয়াইজ একাউন্ট ব্যাবহারের সুবিধা সমূহ

আমরা যারা আইটি প্রফেশনাল তাঁদের টাকার ভাগ অনেককেই দিতে হয়। সুতরাং সবথেকে বড় সুবিধা হচ্ছে কম ফি খরচ করে উপার্জিত টাকা নিজের পকেটে ঢুকাতে পারা। তবে ট্রান্সফারওয়াইজের ক্ষেত্রে সুবিধাটা একটু বেশি।

ক. সব থেকে কম ফি এবং সচ্ছতা

সহজ কথা হচ্ছে ফি পেওনিয়ারের অর্ধেক তাই আপনি পেওনিয়ার থেকে এরাউন্ড ১ টাকা রেট বেশি পাবেন।

অন্য আরেকটি সুবিধা হচ্ছে স্বচ্ছতা। আমরা কেউই জানতামনা পেওনিয়ার ২% উইথড্রয়াল চার্জ কাটে যেটা কিছুদিন আগ পর্যন্ত তারা কোথাও ম্যানশন করে নি। কিন্তু ওয়াইজ ফি এবং কনভার্সন চার্জ। কখন জমা হবে সব কিছু ট্র্যাকিং করতে পারবে। কথা আর কাজে মিল পাবেন। কোন গোপন চার্জ নেই। আপনি লেনদের করার আগেই সবকিছু আপনাকে খোলসা করে দেখিয়ে দিবে।

খ. সরকার ঘোষিত ২% প্রনোদনা পাবেন ফ্রিল্যান্সাররা

ট্রান্সফারওয়াইজ শুধু মাত্র কমই কাটে না বরং ২% এক্সট্রা বোনাস পাওয়া যায় সরকার থেকে যেটা পেওনিয়ারের মাধ্যমে টাকা আসলে পাওয়া যায় না।

গ. সবকিছুতে একটু বেশিই ফাস্ট

একাউন্ট ওপেনিং, ভেরিফিকেশন, ফান্ড ট্রান্সফার সব কিছুতে একটু বেশিই ফাস্ট! পেওনিয়ার যেখানে কয়েক দিন সময় নেয় সেখানে ট্রান্সফারওয়াইজ কয়েক মিনিট সময় নিয়ে থাকে।

ওয়াইজ একাউন্ট ব্যাবহারের অসুবিধা সমূহ

ওয়াইজ ব্যবহারে তেমন কোন অসুবিধা চোখে পড়ে নাই। তবে আপনি যদি সরকার থেকে ২% বোনাস না নিতে চান এটা একটা অসুবিধা।

এছাড়াও ওয়াইজ বিশ্বের অনেক দেশে প্রিপেইড কার্ডড প্রদান করলেও বাংলাদেশে এখনো দেওয়া শুরু করে নাই। তবে আশা করা যায় যে খুন শিগ্রই পাওয়া যাবে, যেহেতু খুব দ্রুত ব্যবহারকারী বাড়তেছে বাংলাদেশে।

ট্রান্সফারওয়াইজের আপডেট সমূহ

ডিসেম্বর ২০২০ আপডেট:

ওয়াইজ এখন পেওনিয়ারের মত ইউএস এবং ইউরোপিয়ান ব্যাংক একাউন্ট দিচ্ছে। সুতরাং যে কোন মার্কেটপ্লেসের টাকা অনায়াসেই নিয়ে আসা যাবে। রেট ভালো দেয় এবং ফি কম তাই এটাই বেস্ট অপশন।

ফেব্রুয়ারি ২০২১ আপডেট:

ওয়াইজ UK তে ফিজিক্যাল কার্ডের পাশাপাশি ভার্চুয়াল প্রিপেইড কার্ড দেওয়া শুরু করেছে। এর আগে ফিজিক্যাল প্রিপেইড কার্ড ছিলও। আশা করা যায় আমরাও খুব দ্রুত পেতে যাচ্ছি।